আজ বড় কষ্টে আছে
মায়ানমারের মুসলমান ,
দিনরাত প্রাণ হারাচ্ছে
হারাচ্ছে মা বোনের সম্ভ্রম।
বড় অসহায় আজ তারা
কোথায় আজ সব মুসলিম ,
এক হয়ে এগিয়ে আসো
বন্ধ করে দাও সব জুলুম।
তাদের দুঃসময়ে না এগিয়ে এলে
করবে তুমি মহা ভুল,
খেসারত তোমাকে দিতেই হবে
দিতে হবে ভুলের মাশুল ।
মুসলমান এক দেহের মতো
তাদের কষ্টে এগিয়ে আসো ,
আর দেরী করোনা তুমি মুসলিম
দৌড়ে তুমি সামনে আসো ।