নেতা এলেন
স্বাভাবিক ভঙ্গীতেই এগিয়ে এলেন
তারপর শুরু করলেন সেই ভাষণ
রক্তে আগুন লাগা সেই ভাষণ
সবাই চমকে উঠল
শুরু হল শাসকদের হৃদকম্পন
শুরু হল ষড়যন্ত্র আর হত্যার প্রস্তুতি।
নেতা ছিলেন অসীম সাহসী
ভয় পাননি কখনই
সেই ভাষণই স্বাধীনতার ঘোষণা
ঐক্যবদ্ধভাবে এগিয়ে এল সবাই
যুদ্ধ চলল পুরো নয়মাস ধরে
এল আমাদের স্বাধীনতা
সেই ভাষণের সূত্র ধরে।