প্রেমিকার হাসি
আর দুষ্টুমি ভরা চাহনি
যে দেখেছে জোছনা রাতে
সে সহজেই মরে যেতে পারে
সব আক্ষেপ রেখে দূরে।
প্রেমিকার হাসি
হৃদয়ে নাড়া দিয়ে যায়
মন ভাললাগায় ভরে যায়
কাছে নিতে ইচ্ছে করে
আরও ভালবাসতে ইচ্ছে করে।
প্রেমিকার হাসি
সব প্রেমিককে আকৃষ্ট করে
বেঁচে থাকার প্রেরণা যোগায়
নতুন করে বাঁচতে শেখায়
অনেক কষ্ট ভুলতে শেখায় ।