প্রথম চুম্বনের স্মৃতি
কেউ কখনো ভুলে যায়না
কেউ চাইলেও ভুলতে পারেনা
আজীবন মনে থাকে সেই স্মৃতি
কারণ প্রথম চুম্বনের স্মৃতি
মনে দাগ কেটে যায় ।
অনেক ভয় থাকে মনে
দুটি ভিন্ন ভিন্ন শরীর
হঠাৎ করেই খুব কাছে আসে
সবকিছু এলোমেলো হয়ে যায়
হৃদস্পন্দন বেড়ে যায় দ্রুত
সবকিছু কেমন যেন হয়ে যায় ।
আকস্মিক সেই চুম্বনের পরে
মনের ভেতর কেমন যেন করে
আবার চুমু খেতে মন চায়
কেউ সুযোগ পায় আবার কেউ পায়না
কিন্তু প্রথম চুম্বনের সেই আনন্দ
আর কখনো পাওয়া যায়না ।