আর যদি কিছুক্ষণ থাকতে
কি এমন ক্ষতি হতো
যেই না তুমি চলে গেলে
বৃষ্টি এলো অঝোর ধারায়
বড় বেশী তোমাকেই মনে পড়ছিল
কেন তুমি দ্রুত আজ চলে গেলে ।
এরপর যখন কাছে থাকবে
আকাশে মেঘ জমলে
যেতে দিবোনা প্রিয় তোমাকে
যতই অজুহাত দেখাও
যেতে আমি কখনই দিবোনা
তুমি আমার কাছেই থাকবে।