সেই মেয়েটি
যাকে দূর থেকে দেখে ভাল লেগেছিল
ভেবেছিলাম সে আমার নিকটে আসবে
আমাকে অনেক ভালবাসবে
কিন্তু সে প্রত্যাখ্যান করেছে অবহেলায় ।
সেই মেয়েটি
যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম
তাকে নিয়ে হারাতে চেয়েছিলাম
তাকে নিয়ে কবিতাও লিখেছিলাম
কিন্তু সে তো কাছে এলো না আমার।
সেই মেয়েটি
যে আমাকে ছেড়ে গেছে অবলীলায়
তাকে ভুলতে পারিনা কোনমতে হায়
সে আছে দূরে কোথাও অজানায়
আজও তাকে মনে পড়ে নিরালায়।