লিখেছি অনেক কবিতা
রাতের পর রাত
দিনের পর দিন
লিখেছি কবিতা বর্ষায়
লিখেছি কবিতা বসন্তে
লিখেছি শীতের রাতে একা একা।
ভাল লাগেনি কারো
কবি বলে কেউ স্বীকৃতি দেয়নি
একা লিখে গেছি কবিতা
কেউ কবি বলেনি
অকবি বলেছে কেউ কেউ
বৃথাই হয়েছে আমার পরিশ্রম।
কিন্তু প্রেয়সী আমার
তুমি জেনে রেখো
একটি কবিতাও যদি ভাল লাগে
তবেই সব কষ্ট ভুলে যাবো
আবার নব উদ্যামে লিখতে বসবো
সব কষ্ট ভুলে যাবো আমি।