আজ অনেক অন্যায় হচ্ছে দিকে দিকে
আমরা দেখেও না দেখার ভান করছি
মরুভূমিতে চলা উটের মতো আচরণ
প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়েছি।
জানিনা সবার মনে কেন এত ভয়
মরে যেতে হবেই তো একদিন না একদিন
অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে অপরাধীরা
প্রতিবাদ করার মতো আজ আর কেউ নেই।
আসুন সব ভয় ভেঙ্গে প্রতিবাদ করি
সবাই একযোগে এগিয়ে আসি দেয়ালের মতো
ভেঙ্গে গুড়িয়ে দেই জালিমের আস্তানা
শোষণহীন বঞ্চনাহীন মানবিক সমাজ গড়ে তুলি।