নেতা আপনি আসুন
যেভাবে আহবান করেছিলেন আমাদেরকে
সেই সাতই মার্চে
রেসকোর্স ময়দানে
আবার সেভাবে আহবান করুন।
আবার সময় এসেছে
নতুন এক যুদ্ধের
যে যুদ্ধ হবে সোনার বাংলা গড়ার
থাকবেনা কোন হাহাকার
নেতা আপনি হুঙ্কার দিন।
নেতা আপনাকে দরকার
বড় অস্থির এই সময়
আবার আপনি বজ্রকন্ঠে আওয়াজ তুলুন
এবারের সংগ্রাম দেশ গড়ার সংগ্রাম
ফিরে আসুন নেতা সব অভিমান ভুলে।