শত শত অসহায় চোখ
চায় একটু আশ্রয় ,
কেউ ভালবাসেনা তাদের
মরে গিয়েই তারা বেঁচে যায় ।
কেউ মরে যায় পুড়ে
কেউ ডুবে মরে নদীতে ,
আর যারা বেঁচে থাকে
জীবন যায় তাদের কাঁদতে কাঁদতে ।
মানবতার শত্রুরা তাদের
নিয়ত করছে নির্যাতন ,
বেঁচে থাকার অধিকার নেই তাদের
কবে বন্ধ হবে এই জুলুম।
নাফ নদী পেরিয়ে তোমরা
দূরে চলে যাও ,
বিচার চাই খোদার কাছে
জালিমদের ধ্বংস করে দাও।