তোমাকে ভালবেসে আমি
পৃথিবীর শ্রেষ্ঠ সুখ পেয়েছিলাম,
তোমাকে হারিয়ে আজ আমি
নিঃস্ব হয়ে গেলাম।
তোমাকে ভালবেসে আমি
সুখের স্বপ্ন দেখেছিলাম,
তোমাকে হারিয়ে আজ আমি
আমার সবটুকু হারালাম।
তোমাকে ভালবেসে আমি
মনের সুখে হেসেছিলাম,
আজ কেউ নেই আমার
অবশেষে আমি তা জানলাম।