লাশ ভেসে আসে
নাফ নদীতে
আমি নিশ্চুপ বসে থাকি
চোখ ভিজে উঠে আমার
কোন উত্তর খুঁজে পাইনা।
ছোট ছোট শিশু
কেঁদে কেঁদে চেয়েছিল
এতটুকু আশ্রয়
খুব বেশী কিছু চায়নি
সেটুকুও তারা অবশ্য পায়নি।
সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে
দিলাম আমি বিচার
শাস্তি দাও পাপিষ্ঠ জালিমদের
পুড়িয়ে মার তাদের
ধ্বংস করে দাও জানোয়ারদের ।