চারিদিকে সবুজ আর সবুজ
অপরূপ আমার দেশ,
ভালবাসি তাকে অনেক বেশী
এ ভালোবাসার নেইকো শেষ ।
প্রতিদিন এখানে সূর্য উঠে
নদী বয়ে চলে অবিরত,
ভালোবাসার এই দেশ আমার
ঠিক যেন ছবির মতো ।
শয়নে স্বপনে জাগরণে
এদেশ আমার মনের মাঝে,
বিভিন্ন ঋতুতে দেশ আমার
ভিন্ন ভিন্ন সাজ সাজে।
এ সোনার দেশে জন্ম আমার
এ দেশেই যেন মরণ হয়,
আমার সোনার দেশে জন্ম নিয়ে
জীবন হয়েছে আনন্দময় ।