আজ নিঃশ্বাস নিতে
বড্ড কষ্ট হয়
বুকের ভেতর চিনচিন ব্যথা করে
মাঝে মাঝে রাতে ঘুম ভেঙ্গে গেলে
খুব কষ্ট হয়
নির্ঘুম রাত কাটাই একা একা
চোখ থেকে নেমে আসে অবিরত জলধারা
মনের ভেতরে গভীর অন্ধকার।
আজ আর কিছুই ভাল লাগেনা
বইপড়া ,কবিতা,শিল্প ,থিয়েটার
শুধু বসে থেকে ভাবতে ইচ্ছে করে
কোন কিছুতেই মন টানেনা
শীত চলে যায় ,গ্রীষ্ম আসে
আমার জীবনে বসন্ত আসেনা।