অনেক ভণ্ড সাধু তুমি
অনেক বড় ভণ্ড ,
ভাল হয়ে যাও তুমি
নইলে হবে সব লণ্ডভণ্ড ।
ভাল মানুষের ভেক ধরে
খাচ্ছ মোরগ পোলাও ,
কদিন পরেই বলবে চেলা
হুজুর এখন পালাও।
বিশাল বড় ভুঁড়ি তোমার
বিশাল বড় মাথা,
ধর্মের কিছু জানোনা তুমি
তুমি আসলে ব্যঙের ছাতা।
পালাও ভণ্ড তুমি
দূরে যাও চলে ,
তুমি মস্ত শয়তান রে ভাই
একথা আমি গেলাম বলে।