শীত চলে এলেই
শীতের ডাক শুনতে পাই
ডাক দিয়ে যায় আমায়
গভীর রাতে যখন একাকী থাকি।
কি মায়া সেই ডাকে
মনে হয় সব ছেড়ে চলে যাই
কুয়াশায় হারিয়ে যাই
হাঁটতে হাঁটতে বহুদূর পানে চলে যাই ।
মনে পড়ে ছেলেবেলার স্মৃতি
বড্ড ফিরে যেতে ইচ্ছে করে সেদিনে
শীত এলেই বারবার এমন হয়
হয় মনের ভেতর অতুলনীয় সুখ।