প্রহর গুনছি আমি
নিশ্চয় আমি মিলিত হবো তোমার সাথে
নিশ্চয় সবাইকে তোমার কাছেই ফিরে যেতে হবে।
প্রহর গুনছি আমি
অপেক্ষা করে আছি আমি শেষ দিনের
নিশ্চয়ই হবে একদিন আমাদের সবার বিচার।
প্রহর গুনছি আমি
ঈসা (আঃ ) আর ইমাম মাহাদির আগমনের
বিজয় হবে তখন আবার প্রিয় ইসলামের ।
প্রহর গুনছি আমি
জানিনা শেষ বিচারে কি হবে
খোদার সান্নিধ্যে কি অনন্তকাল থাকা হবে?
প্রহর গুনছি আমি
জানিনা কবে আমদের মৃত্যু হবে
স্রষ্টার কাছেই শেষে সবাই ফিরে যাবে ।