ফেসবুকে আজ সময় নষ্ট
করছে তরুণ -তরুণী ,
একসময় পড়বে ধরা
ফেলবে তারা চোখের পানি।
সারা রাত চ্যট করে
ক্লাস হচ্ছে মিস,
পরকীয়া করে সংসার ভাঙছে
সম্পর্ক হচ্ছে ডিসমিস ।
প্রেমের নামে চলছে
অশ্লীল সব কাজ,
বেশীর ভাগ মানুষেরই
নাই কাজ তো খৈ ভাজ।
এভাবে করে যুব সমাজ
যাচ্ছে আজ রসাতলে,
ফেসবুক এসে সমাজ আজ