হে আল্লাহ্
তোমাকে ভালবাসি আমি
আমার অন্তরের অন্তঃস্থল থেকে
আমি শুধু তোমারই সাহায্য চাই
আমি তোমার পথেই চলতে চাই।
হে আল্লাহ্
অনেক বাতিল রাস্তা তৈরি হয়েছে
চারিদিকে আজ অন্ধকার আর পাপ
আমি তোমার রাস্তায় চলতে চাই
আমাকে সঠিক পথ দেখাও।
হে আল্লাহ্
তুমি অসীম ক্ষমতাবান
তুমি তো সব করতে পারো
তুমি শুধু বলো হও আর হয়ে যায়
আমাকে সঠিক পথে নিয়ে যাও খোদা ।