অনেক কষ্ট করে
জ্যৈষ্ঠের গরমে ভিজে
চিলেকোঠায় বসে
একা একা আমি
লিখে গেছি কবিতা
ছাপেনি কেউ,দিস্তার পর দিস্তা কাগজ নষ্ট হয়েছে।
অনেক কষ্ট করে
তীব্র শীতের ভেতর
ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে
প্রসব করেছি কবিতা
সেই কাগজ দিয়ে ঠোঙা হয়েছে
পড়েনি কেউ আমার কবিতা।