খুব অল্প বয়সে তুমি চলে গেলে
ঘাতকেরা তোমাকে বাঁচতে দিলনা ,
কি অপরাধ ছিল তোমার?
আমি কোন উত্তর খুঁজে পাইনা।
তুমি হারিয়ে গেছ অন্যদের সাথে
অনেক অভিমান নিয়ে,
চলে গেছ অনেক দূরে
যেখান থেকে আর ফেরা যায়না ।
ভাল থেকো শেখ রাসেল
অনেক ভালো থেকো তুমি,
স্বল্প জীবনে অনেক নিষ্ঠুরতা
দেখে গেলে তুমি।