সাদা সাদা তুলোর মতো মেঘ
ভেসে ভেসে যায়
ভেসে যায় আনমনে
চলে যায় অনেক অনেক দূরে।
দেখতে অপরূপ লাগে
মেঘের সাথে ভেসে যেতে ইচ্ছে হয়
অনেক দূরে পাখির মতো
মেঘকে বলি,আমকেও সাথে নাওনা ।
মেঘ ভেসে যায় আপনমনে
কাউকে সে সাথে নেয়না
কিন্তু বড় ভাসতে ইচ্ছে করে
মেঘের মতো করে।