সেদিন যেমনটি ছিল
আজও তেমন আছে
পদ্মার ধার, বিকেল,সন্ধ্যা,রাত
শুধু তুমি নেই কাছে।
সেদিন যেমনটি ছিল
আজও তেমন আছে
নানকিং ,চিলিস,রহমানিয়া
শুধু তুমি নেই কাছে।
সেদিন যেমনটি ছিল
আজও তেমন আছে
চিড়িয়াখানা ,জিয়া পার্ক ,নিউ মার্কেট
শুধু তুমি নেই কাছে।
সেদিন যেমনটি ছিল
আজও তেমন আছে
নাটোর ,বগুড়া ,নওগাঁ
শুধু তুমি নেই কাছে।