একটু নির্জনতা চাই
চাই কোলাহল মুক্ত পরিবেশ
শহরের জঞ্জাল ছেড়ে যেতে চাই দূরে
গহীন বনে গাছের ছায়ায়।
একটু নির্জনতা চাই
পাখির মত উড়ে যেতে চাই
অনেক দূরে নির্জন আকাশে
নির্জনতার মাঝে ভাসতে চাই।
একটু নির্জনতা চাই
মাঝ নদীতে একা নৌকায়
স্রোতে একাকী ভাসতে চাই
নদীর ডাক শুনতে চাই।
একটু নির্জনতা চাই
পাহাড়ের এক অজানা জায়গায়
ঘন সবুজের মধ্যে বসতে চাই
পাহাড়ের গন্ধ শব্দ নিতে চাই।
একটু নির্জনতা চাই
যেতে চাই দূর গ্রামে
জীবন যেখানে সহজ সরল
সেখানেই বাস করতে চাই।