প্রতিদিন পাপ হচ্ছে
নেই কারো অনুতাপ
মানুষ আর ভয় পাচ্ছেনা
পাপ করেও কোন অনুভূতি হচ্ছেনা।
শেষ যামানা চলে এসেছে
পাপীরা আজ বড় নেতা
অপরাধের ছাপ তাদের চোখে মুখে
অসীম সাহস তাদের বুকে।
এখানে বিচার না হলেও
পরকালে হবেই তাদের বিচার
থাকবে তারা চিরকাল জাহান্নামে
পুড়বে তারা তীব্র আগুনে।