এমন মায়াবী নদীর জলে
মনে হয় পা ডুবিয়ে বসে থাকি
এভাবে কেটে যাবে অনন্তকাল
কেটে যাবে অনন্তকাল।
কত বয়ে যাওয়া কষ্ট ,সুখ
ভিজিয়ে দিবে আমার পা
অপলক চেয়ে রবো নদীর স্রোতের দিকে
কেটে যাবে অনন্তকাল।
এমন মায়াবী নদীর কাছে
আমি ফিরে আসতে চাই বারবার
ফিরে আসবো বারবার
তার পাশে বসে চলে যাবে সময়।