পৃথিবীর সব আলো নিভে যাবে একদিন
প্রেয়সীরাও চলে যাবে
ভুলে যাবে সবাই সব সম্পর্ক
চন্দ্র সূর্য সব শেষ হবে।
কবে আসবে সেদিন?
জানি তা নিশ্চিত আসবে
সব আলো নিভে যাবে সেদিন
সব সেদিন শেষ হবে।
ভয়ংকর হবে সেদিন
মাটির ভেতরের সব বের হয়ে আসবে
মা ভুলে যাবে সন্তানকে
সব শেষ হয়ে যাবে ।