ছোট্ট রঙিন প্রজাপতির মতো আমি উড়তে চাই
আমি উড়তে চাই
আমি বসতে চাই বিভিন্ন গাছের ডালে
আমি ভেসে যেতে চাই বহুদুর।
ছোট্ট রঙিন প্রজাপতি
আমাকে আকুল করে
তার বাধাহীন জীবন আমাকে আকৃষ্ট করে
তার চলাফেরা আমাকে আনন্দ দেয়।
ছোট্ট রঙিন প্রজাপতি
তুমি কোথা থেকে এসেছ আর কোথায় যাবা
এসব নিয়ে ভাবেনা
আপন মনে সে খেলে বেড়ায় ।