মনে পড়ে সেই ছেলেবেলার কথা
সন্ধ্যার পর যখন কারেন্ট যেত চলে
একদল মায়াবী শিশুরা বের হয়ে আসতো
চোখে ছিল তাদের স্বপ্ন ।
জীবন বড় সরল ছিল সেসময়
অন্ধকারে গল্প করে সময় যেত
জোনাকির আলো দেখে পাগল হতাম
পোকার ডাকও ভাল লাগত সেসময়।
আজো কারেন্ট চলে যায় সময় সময়
বাইরে আর যাওয়া হয়ে উঠেনা
জীবন আর ততোটা সরল নয়
জোনাকির আলো দেখার সময় হয়না।
কিভাবে কিভাবে বড় হয়ে গেলাম
এরপরেও হঠাত করে যখন জোনাকি দেখি
মন কেমন করে উঠে
ছেলেবেলার কথা তখন খুব মনে পড়ে ।