আজ যদি বৃষ্টি আসে
আমি ভিজবোই
কোন বাধাই আমি মানবো না
আমি আজ ভিজবোই ।
মনের ভেতর উত্তাপ
যেন উত্তপ্ত মরুভূমি
একমাত্র বৃষ্টির জলই আমাকে শান্ত করতে পারে
আমি ভিজবোই আজকে।
আজ যদি বৃষ্টি নামে
আমি ভেবে নেব আমার আশা পূরণ হয়েছে
আমি অপেক্ষায় বসে আছি
আজ কি একটু বৃষ্টি হবেনা??