শোন সুন্দরী মেয়ে
এত অহংকার করোনা
অহংকার মানুষকে মানায়না
সৃষ্টির সবকিছুই সুন্দর একথা তুমি জানোনা।
বয়স হয়ে গেলে
রূপ তোমার চলে যাবে
তখন আর কি নিয়ে গর্ব করবে?
তবুও কি নিজেকে বড় ভাববে?
শোন সুন্দরী মেয়ে
গুণী হও , মানুষকে ভালবাস
অহংকার না করে মাটিতে তুমি এসো
সবার ভালবাসা না নিয়ে একজনকেই ভালবেসো।