আকাশে তুলোর মতো সাদা মেঘ
এমন সময় তাকে বলতে ইচ্ছে করে
তাকে ভালবাসতে ইচ্ছে করে
তাকে কাছে নিতে ইচ্ছে করে।
আকাশে তুলোর মতো সাদা মেঘ
স্নিগ্ধ অপরূপ প্রকৃতি
প্রেমিকার চোখের মতোই সুন্দর
প্রেমিকাকে আরও ভালবাসতে ইচ্ছে করে।
আকাশে তুলোর মত সাদা মেঘ
শরতের মনকাড়া শোভা চারিদিকে
প্রকৃতিকেও প্রেমিকার মতো কাছের মনে হয়
তাদের মাঝেই আমার মন হারিয়ে যায় ।