মিষ্টি মেয়েটি
আমার প্রেয়সী হয়নি
অন্যকে ভালবেসে চলে গেছে দূরে
জানি সে ভাল আছে আজ
আমি আজো একা বসে আছি
আমার ছেলেমানুষি আর অভিমান নিয়ে।
মিষ্টি মেয়েটি
আজ হারিয়ে গেছে কানাডার বরফে
আমার কথা নিশ্চয় ভাবেনা
আমার আজো তার কথা মনে পড়ে
ছেলেবেলার মিষ্টি স্মৃতি খুব মনে হয়
প্রার্থনা করি ওর জীবন যেন হয় মঙ্গলময়।