দাম্ভিকতা করোনা
তোমার কি মূল্য আছে বল ?
মরলেই মাটিতে মিশে যাবে
অথবা পুড়ে হবে ছাই।
কেন মানুষকে ছোট ভাব?
কেন নিজেকে বড় ভাব?
অহংকার একমাত্র আল্লাহ্র ভূষণ
মানুষের অহংকার করা সাজেনা।
দাম্ভিক মানুষের পতন হয়
হারিয়ে যায় সে অতল গহবরে
কেউ তাকে মনে রাখেনা
পরকালেও সে মাফ পাবেনা।