বসন্তের কোকিল নেতারা
আসে তারা নির্বাচনের সময়ে
পাওয়া যায়না তাদের দুঃসময়ে
তারা আবার জনদরদী নেতা।
বসন্তের কোকিল নেতারা
থাকেন তারা অট্টালিকায় ,
অসুখ করলে বিদেশ যায়
তারা আবার সংগ্রামী নেতা।
বসন্তের কোকিল নেতারা
বিশাল তাদের মেদ ভুঁড়ি,
যেন একেকটা মিথ্যার ঝুড়ি
তারা আবার বিপ্লবী নেতা।
বসন্তের কোকিল নেতারা
খাচ্ছে সব লুটে পুটে
প্রতিশ্রুতির খালি খৈ ছোটে
তারা আবার জননেতা ।