ভয়াবহ দুঃসহ সেসব দিন
প্রতিদিন হচ্ছিল খুন আর ধর্ষণ
ভেঙ্গে পড়ছিল ঘর আর মন
অবশেষে এল প্রতীক্ষিত সুদিন।
কত অত্যাচার কত নির্যাতন
টলাতে পারেনি বাঙ্গালির মন
তাইতো এল বিজয়ক্ষণ
লেজ গুটিয়ে পালাল পাকিস্তান।
২৬৬ দিনে হলাম স্বাধীন
স্বাধীনতাকে করলাম বরণ
হল বঞ্চনার সব অবসান
জেগে উঠল বাংলাদেশের প্রাণ ।