শৈশব কৈশোরের উজ্জ্বল উচ্ছল দিন শেষে
আসে অদম্য যৌবন
ভালবাসা ভাললাগা শুরু হয়
মনের ভেতর আসে জোয়ার ।
যৌবন মানেনা কোন বাধা
পায়না কাউকে ভয়,
যৌবন অতি ক্ষণস্থায়ী
অতি দ্রুতই হয় তার ক্ষয় ।
যৌবনের ধর্মই এগিয়ে চলা
মনে থাকে প্রেম আর সাহস
অকারণে নষ্ট করোনা মূল্যবান যৌবন
একবার গেলে আর ফিরে আসবেনা।