হে প্রেমিক
তুমি যদি সত্যিই ভালবাস
তবে কেন অশ্লীল কথা বল?
তোমার প্রেমিকার নামে কুৎসা রটাও ।
হে প্রেমিক
লোভী কাপুরুষ তুমি
প্রেমিকার চিঠি ,খুদেবার্তা
কেন দেখাও তুমি জগতটাকে ।
হে প্রেমিক
তোমার মধ্যে প্রেম ছিলনা
ছিল কাম আর মোহ
তাইতো প্রেমিকা দূরে হারিয়ে গেল।
হে প্রেমিক
নিজেকে শুধরে নিও
প্রেম কিন্তু সহজ নয়
অন্তরে ভালবাসা রেখো ।