মাঝে মাঝে এত দুঃখ লাগে
অসহ্য কষ্ট হয় এই বুকে
কিছুই করতে পারিনা আমি
সবকিছু অসহনীয় লাগে।
আমার সংবেদনশীল মন
নিষ্ঠুরতায় খুব কষ্ট পাই,
তোমরা আছ মহাসুখে
মন বলে কোন জিনিস নেই।
আমিও হয়তোবা পরিবর্তিত হব
তোমাদের মতই হয়ে যাব ,
নাহলে কষ্ট পেতে পেতে
অন্ধকারেই পথ হারাব।