আমি ভিজতে চাই
মনপ্রান খুলে ভিজতে চাই
এই সুন্দর বর্ষায়
বর্ষার প্রথম বৃষ্টি
আহ কি অদ্ভুত সুন্দর!
আমার মরে যেতে ইচ্ছে হয়
আমি আবেগে ভাসতে থাকি
কিশোরীর মত অকারণেই হাসতে থাকি।


বর্ষার প্রথম বৃষ্টিতে আমি ভিজতে চাই
আমি ভিজতে চাই।