এক অদ্ভুত আঁধার নেমেছে
দমবন্ধ করা এক অনুভূতি
এতটুকু আশ্রয় কোথাও নেই
মানুষ আজ ভাল নেই।
ইরাক থেকে সিরিয়া
কাবুল থেকে চেচনিয়া
ভাল নেই আমার দেশ
সবাই আজ নিঃশেষ ।
রক্তের নেশা পেয়ে বসেছে
থামার কোন লক্ষণ নেই
ভয়াবহ এক অবস্থা সবার
কিছুই কি নেই আজ করার?
শান্তির পথে এস সবাই
হানাহানি করে কি লাভ?
মানুষকে ভালবাসো সবাই
আসুন প্রেমের গান গাই।