স্কুলে কখনো প্রথম হইনি
ফুটবল টিমে চান্স পাইনি
কোন বান্ধবী জুটাতে পারিনি
ভাল কিছু করতে পারিনি।
আজ বাড়ীর পাশের ছোট ছেলের
হয়েছে ব্লাড ক্যন্সার,
নেই কোন উত্তর
দুশ্চিন্তা আজ সবার।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
ছেলেটিকে সুস্থ করে দাও
তুমি তো সব কিছু পারো
আমাকে শুধু এতটুকু দাও।
কখনো তো কিছু পাইনি।