অন্তরে নিয়েছি তোমার বাণী
তুমি সৃষ্টির সেরা,
তাইতো তোমার আদর্শ দিয়ে
গড়বো জীবন মোরা ।
অন্তরে তোমার কথা আমার
মনে আসে বারবার,
ভালবাসি তোমায় অনেক
তুমি প্রিয় আমাদের সবার।
তোমার আদর্শই সত্য
তোমার কথা মানি,
মানতে আমাদের হবেই
তুমি সৃষ্টির সেরা জ্ঞানী ।