বেঁচে থাকা খুব কঠিন
ছন্দহীন এই জীবনে ,
অমানিশা এই মনে
ভাবি আমি আনমনে।
কুয়াশা ঘেরা এই জীবন
সূর্য মনে হয় আর আসবেনা,
কষ্ট পেতে পেতে আমার
কষ্টই হয়েছে এখন ঠিকানা ।
একটু সুখ শুধু ,সামান্য সুখ
এইটুকুই শুধু চেয়েছিলাম,
তাও পাইনি আমি ,পাইনি
একথা তোমাদের বলে গেলাম।
তোমরা সুখে থেকো সবাই
অনেক ভালবাসা নিয়ে ,
হৃদয়ের সুরের তার বাজেনা
থাকব আমি কষ্ট নিয়ে।