কোন এক বিষণ্ণ বিকেলে
হারিয়েছিলাম প্রকৃতির কোলে
অদ্ভুত ভাল লাগায় ভেসেছিলাম
তোমা্কে আমি কাছে টেনেছিলাম ।
মনে হয় এইতো সেদিন
চোখে ছিল স্বপ্ন রঙিন ,
খুব দ্রুতই সব হারিয়ে গেল
ভালবাসা আমার পথ হারাল।
এখন সবসময় বিষণ্ণ বিকেল
চোখের কোনে আসে অশ্রুজল
অস্তিত্বে শুধু এখনও তুমি
হৃদয় যেন আজ মরুভূমি ।
আর কি ফিরে আসবেনা?
আবার কি স্বপ্নে ভাসবোনা?
বিষণ্ণ বিকেল পেতে চাই
সুখের স্বপ্নে আমি ভাসতে চাই ।