সে অনেক বছর আগের কথা
কবে সঠিক মনে নেই,
মুগ্ধ হয়েছিলাম লেখা পড়ে
ভক্ত হয়েছিলাম নিমিষেই ।
তারপর অনেক সময় গেল
নিয়মিত পড়তাম লেখা আপনার,
অতি চমৎকার সব বিশ্লেষণ
মন্তব্য ছিল সুচিন্তিত ভাবনার।
ইসলামের খেদমত করে তুমি
সারাটি জীবন কাটিয়ে দিলে,
তোমার মৃত্যুতে তাই সবার
নয়ন ভাসে চোখের জলে।
আল্লাহ্র কাছে প্রার্থনা করি
বেহেশত যেন নসীবে রয়,
কবরে সর্বদা শান্তিতে থাকুন
ভাল থাকুন আপনি সবসময়।