সীমারের মত পাষাণে আজ
জগত গেছে ভরে,
ভালবাসা তাই হারিয়ে গেছে
চলে গেছে অনেক দূরে।
সীমার ছিল অতি পাষাণ
ইমাম হোসেনের খুনি,
এতটুকু মায়া ছিলনা তার
তাইতো আমরা জানি।
চারিদিকেই আজ শুধুই সীমার
দয়ামায়া সব পালিয়েছে,
কোথায় সে প্রেমিক, কোথায় ?
সবাই যেন আজ হারিয়েছে ।
নিষ্ঠুর সীমারের বংশধর
করছে পৃথিবীতে শাসন ,
ভালবাসা তাদের নেই মনে
দিচ্ছে আজ শুধুই ভাষণ ।