আমাকে ভালবাস তুমি বল
শুধু মুখেই বল
অন্তর থেকে ভালবাসনা
তাহলে একটা কবিতাও কেন উৎসর্গ করোনা?
তুমি ভালবাসতেই পারনা
শুধু নিজের স্বার্থ দেখ,
মন দিয়ে আকাশ দেখ তুমি
আমাকে তুমি দেখনা।
একটা কবিতা চাই
শুধু আমার জন্য
লিখে দাও শুধু একটা
আমার জন্য ভালবাসার কবিতা।