আমি হেঁটে চলেছি পথ
জানিনা শেষ ঠিকানা
পথের শেষ কোথায় আমি জানিনা
কিন্তু আমি থামতেও চাইনা।
আমি ক্লান্ত নই
দীর্ঘ পথ পাড়ি দিতে চাই
চাই সৃষ্টিকর্তার সাহায্য
এভাবেই আমি দীর্ঘ পথ যেতে চাই।
কেউ না এলেও
আমার ভয় নেই
ভয় পেলে সামনে যাওয়া যায়না
আমি সামনে যেতে চাই।