আমার অস্তিত্বে এখনো তুমি
সেই যে ছেড়ে গেছ দূরে
অনেক দূরে দূর বহুদূরে
আছো কিন্তু আজো হৃদয় জুড়ে ।
তুমি ভুলে ভালই আছ
জানি আমায় কখনো মনে পরেনা,
আমি কেন ভুলতে পারিনা?
পাই আমি অসম্ভব যন্ত্রণা ।
সেই একসাথে বৃষ্টিতে ভেজা
সেই মাতাল হাওয়া ,
হবেনা কি কখনো আমার
সেসব আবার কাছে পাওয়া?
আমার অস্তিত্বে এখনো তুমি
হৃদয় যেন আজ ধূসর মরুভূমি,
স্বপ্নগুলো সব ফিকে হয়ে গেছে
অনুভূতিসব শুধু রয়ে গেছে।